ইভি চার্জিং নেটওয়ার্কের প্রসারে ডিপাল ও ক্র্যাক প্লাটুনের চুক্তি সই
২৩ মার্চ ২০২৫ ১৫:০৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৫:০৪
ঢাকা: দেশব্যাপী ইভি চার্জিং নেটওয়ার্ক তৈরির জন্য ক্র্যাক প্লাটুন চার্জিং সলিউশন লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে ডিএইচএস অটোস লিমিটেড, বাংলাদেশে চাঙ্গান অটোমোবাইলস ও ডিপালের পরিবেশক।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে দীপালের শোরুমে এই চুক্তি সই হয়। রোববার (২৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএইচএস অটোসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান এবং ক্র্যাক প্লাটুনের এমডি তানভীর শাহরিয়ার উৎস উভয় কোম্পানির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিতে সই করেন।
ডিএইচএস অটোস সম্প্রতি একটি জমকালো ইভেন্টে বিলাসবহুল ইভি ব্র্যান্ড ডিপাল লঞ্চ করেছে। এই চুক্তিটি একটি দেশব্যাপী ইভি চার্জিং নেটওয়ার্ক তৈরি করার জন্য ডিএইচএস-এর প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ।
ক্র্যাক প্লাটুনের সহযোগিতায়, ডিএইচএস অটোস-এর একটি উচ্চ-গতির ডিসি চার্জার সহ সারা বাংলাদেশে ১৭টি ইভি চার্জার রয়েছে। এপ্রিলের মধ্যে আরও দুটি ডিসি চার্জার স্থাপন করা হবে।
সারাবাংলা/ইএইচটি/এনজে