Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৪:৪৮ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৫:২৬

মৃত বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বেলাল। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টাকালে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের ৩০ ঘন্টা পর বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বেলালের মরদেহ সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুর ১২ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত পয়েন্ট দিয়ে মৃতদেহটি উদ্ধার করে আনা হয় বলে জানান, স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় টেকনাফে নাফ নদীর দমদমিয়া এলাকা থেকে এক শিশুসহ চার রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হয়েছিল। এ নিয়ে ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার হয়েছে।

মৃত উদ্ধার মোহাম্মদ বেলাল (২৮) বিজিবির শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঘটনায় নিখোঁজ বিজিবির সদস্যের সাথে একটি চাইনিজ রাইফেল এবং গুলি ভর্তি ৪ টি ম্যাগাজিন থাকার তথ্য পাওয়া গেলেও মৃতদেহের পাশাপাশি এসব আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, শুক্রবার (২১ মার্চ) মধ্যরাতে নাফ নদীর শাহপরীরদ্বীপ এলাকায় রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনার পর থেকে বিজিবির এক সদস্য সহ নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও সাগরে নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালায়। এক পর্যায়ে রোববার সকালে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত থেকে অদূরবর্তী সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে কোস্টগার্ড ও বিজিবির আভিযানিক দলের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে। এরপর বেলা সোয়া ১২ টার শাহপরীরদ্বীপের পশ্চিম পাড়া সৈকত নৌঘাট দিয়ে লাশটি নিয়ে আসা হয়েছে। পরে লাশটি কূলে তোলার পর গাড়ি যোগে বিজিবি নিয়ে যান বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, শাহপরীরদ্বীপের অদূরবর্তী সাগর থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবি সদস্যের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে লাশটি কূলে নিয়ে আসার পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২১ মার্চ) মধ্যরাতে শাহপরীরদ্বীপ পশ্চিমে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্য সহ অনেকেই নিখোঁজ হন।

তবে ঘটনায় সঠিক কতজন নিখোঁজ রয়েছে তা বিজিবি সব সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করতে পারেননি। তারপরও ঘটনায় আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত হতে নাফ নদী ও সাগরের সম্ভাব্য এলাকাগুলোতে সন্ধানকাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এনজে

টেকনাফ নিখোঁজ নৌকাডুবি বিজিবি মরদেহ সিপাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর