Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলয় ও জাহিদ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২২:৩৯

পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

পাবনা: পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত নিলয় ও জাহিদ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে পৌর এলাকার মন্ডলপাড়া মহল্লার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মন্ডলপাড়া জামে মসজিদের সামনে থেকে বের হয়ে কাচারিপাড়া জজ কোর্টে হয়ে পুলিশ লাইনের সামনে শাপলা চত্বরে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন স্বপন, পাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব সানিজত প্রান্ত, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক সহ-সভাপতি আলাল শেখ, সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা শেখ, এডওয়ার্ড কলেজ সাবেক ছাত্রনেতা মো. আব্দুল আলিম, রাবি ছাত্রদল নেতা রাহাদ হোসেন, পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিত হোসেন, দোগাছী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, দোগাছী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আলামিন হোসেন, দোগাছী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক।

বক্তারা বলেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত নিলয় ও জাহিদ হত্যা মামলায় ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী আসামি তুহিন গ্রেফতার হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে ছাত্র নিলয় ও জাহিদ হত্যা মামলায় আরও আসামি বান্টি খোকন, তুফান, শরীফ মাঠিয়াল উজ্জল, হৃদয়সহ জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন তারা।

সারাবাংলা/এসআর

গ্রেফতা‌রের দাবি‌ ছাত্র-আন্দোলনে নিহত পাবনা বিক্ষোভ সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর