Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহত করা হবে: নাহিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২২:০২ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ২২:৫০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম – (ফাইল ছবি)

ঢাকা: আওয়ামী লীগকে পুনবার্সনের চেষ্টা করলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসাথে বাংলাদেশে আরেকটি ১/১১ হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বকশিবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর লালবাগ জোনের ইফতারে তিনি একথা বলেন।

আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আরেকটি ১/১১ হতে দেওয়া হবে না। বাংলাদেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র করা হচ্ছে, এদেশে কোনো বিরাজনীতিকরণ হতে দেওয়া হবে না।

তিনি বলেন, প্রতিষ্ঠান নয় দলীয়করণে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ায় এর আগেও সামরিক শাসন জারি হয়েছিল, যা কাম্য নয়। জনগণ রাষ্ট্রের মালিক, তাদের রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে।

রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/ইউজে/আরএস

আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর