Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাফ নদীতে মৃত্যু নিয়ে ফেসবুকে ছড়ানো খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: বিজিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২১:৫১ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ২৩:৪৩

বিজিবি লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা: কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাদের উদ্ধারের সময় একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিজিবি সদর দফতর। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩৩ জনের মৃত্যু সংক্রান্ত ছড়িয়ে খবরটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার (২২ মার্চ) রাতে বিজিবি সদর দফতরের একজন ঊর্ধতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, প্রকৃত ঘটনা হলো- ২২ মার্চ ভোররাতে টেকনাফের শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে উলটে যায়। খবর পেয়ে সৈকতের পার্শবর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদেরকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায় এবং ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকার্য চলাকালে সমুদ্র উত্তাল থাকায় এবং অন্ধকার রাতের কারণে একজন বিজিবি সদস্য সম্ভাব্য পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হয়।

পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাসহ ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। সম্পূর্ণ দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং বর্তমানে নিখোঁজ একজন বিজিবি সদস্যসহ অন্যান্য রোহিঙ্গাদেরকে উদ্ধার ও সার্চ কার্যক্রম সর্বান্তকরণে অব্যাহত রয়েছে।

সারাবাংলা/ইউজে/এইচআই

কক্সবাজার নাফ নদী বিজিবি বিজিবি সদর দফতর ভুয়া খবর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর