Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঘুমন্ত দানবের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২১:৪২ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ২২:৫০

আইইবি মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: আওয়ামী লীগকে ‘ঘুমন্ত দানব’ আখ্যা দিয়ে তাদের প্রত্যাবর্তন ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২২ মার্চ) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাজশাহী প্রোকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েটের) প্রাক্তন ছাত্রদল নেতারা এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে।

রিজভী বলেন, ‘১৬ বছর রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আজকের এই পরিস্থিতি। এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি। এ স্বস্তির নিঃশ্বাস দীর্ঘ করতে হলে সামনে বেশ কিছুটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। সেই পথ যাতে নির্বিঘ্নে পাড়ি দিতে পারি, সেই প্রচেষ্টা আমাদেরকে নিতে হবে।’

‘মনে রাখতে হবে, পরাজিত স্বৈরাচারের দানব ঘুমিয়ে থাকার ভান ধরলেও মাঝে মাঝে জেগে ওঠার চেষ্টা করছে। সেই ঘুমন্ত দানবের যাতে প্রত্যাবর্তন না ঘটে এবং নব্য বাকশাল বা অগণতান্ত্রিক শক্তির যাতে পুনরুত্থান না ঘটে, সেজন্য আমাদেরকে ঐক্যের মধ্যে থাকতে হবে’— বলেন রিজভী।

তিনি বলেন, ‘আমরা যাতে ভবিষ্যতে আরও বেশি করে স্বস্তির নিঃশ্বাস নিতে পারি এবং এই স্বস্তিটা যাতে স্থায়ী করা যায় সেজন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতা অর্থাৎ গণতন্ত্রের উপাদানগুলোকে শক্তিশালী করতে হবে।’

রুয়েটের প্রাক্তন ছাত্রদল নেতা, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রকৌশলীদের সংগঠন এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী হেলাল উদ্দিন, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক রুহানি, শামীম রাব্বী সঞ্চয়, আব্দুল মোমিন তালকুদার প্রিন্স প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

আওয়ামী লীগ ঘুমন্ত দানব বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর