Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ জন্মগতভাবেই ফ্যাসিস্ট: টুকু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২১:০৭ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ২২:৫০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগ জন্মগতভাবেই ফ্যাসিস্ট— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা উন্নয়ন করেছি। আর আওয়ামী লীগ দখলবাজ ও লুটপাটে ব্যস্ত ছিল।

শনিবার (২২ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি (সিসাস) বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমি সিরাজগঞ্জবাসীর উন্নয়নে দলীয়করণ বিবেচনা করিনি। দল দেখে, মুখ দেখে কারও উপকার করিনি। আওয়ামী লীগের বিন্দু মাত্র মায়া-মমতা নেই। তারা আমাদের উন্নয়নকে অস্বীকার করেছে। আসলে তারা জন্ম থেকেই ফ্যাসিস্ট। আওয়ামী লীগের চরিত্র সবাই জানে।’

তিনি দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ‘দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। শেখ হাসিনার বিচারের জন্য নির্বাচন বিলম্ব করা যাবে না। শেখ হাসিনার বিচার সময় সাপেক্ষ ব্যাপার। এ কারণে নির্বাচন থেমে থাকতে পারে না।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘পহেলা বৈশাখ পালন করলে ইসলাম পচে যাবে না। এর সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। ধর্মের দোহাই দিয়ে সংস্কৃতি বাধাগ্রস্ত করা যাবে না।’

জুলাই আন্দোলন যাতে ব্যর্থ না হয় তা উল্লেখ করে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান টুকু।

ইফতার মাহফিলে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সিনিয়র সদস্যসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ ইকবাল হাসান মাহমুদ টুকু টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর