Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভ্যুত্থানের পক্ষের শক্তি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াবে না: সারজিস আলম

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২০:১৩ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ২১:৫২

ঢাকা: সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই। অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোন ক্ল্যাশ নেই। একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের ক্ল্যাশ লাগানোর জন্য উঠেপড়ে লেগেছে। তারা প্রোপাগান্ডা ছাড়াচ্ছে।’

মব জাস্টিস ও ন্যায়বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরবঙ্গের মূখ্য সংগঠক বলেন, ‘দেশের স্থিতিশীলতার জন্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। কারণ, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। নির্বাচনের রোড ম্যাপ ঠিক হয়ে গেলে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে মোকাবিলা করতে পারবো। সংস্কারগুলো কোন পর্যায়ের হবে তাও ঠিক হয়ে যাবে।’

রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান সারজিস।

একই আয়োজনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে। গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসআর

এনসিপি জাতীয় নাগরিক পার্টি সারজিস আলম সারাবাংলা সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর