Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের নাগরিকত্ব ত্যাগীদের ভোটাধিকার ও এনআইডি বাতিল করবে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২০:০৪ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ২১:৫২

ঢাকা: বাংলাদেশের নাগরিকত্ব যারা ত্যাগ করবেন, ভোটার তালিকা থেকে তাদের নাম তাৎক্ষণিক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বাতিল করা হবে জাতীয় পরিচয়পত্রও (এনআইডি)।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যেই এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশনস) ও নির্বাচন সহায়তা শাখার উপ-সচিবকে নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগকারী ব্যক্তিদের ভোটার তালিকা ও এনআইডি থেকে তাৎক্ষণিক বাদ দিতে হবে। এক্ষেত্রে তথ্যের কোনো ঘাটতি থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ নিতে হবে।

জানা গেছে, যদি বাংলাদেশি নাগরিকত্ব কেউ ত্যাগ করেন, সেটা কেউ না জানালে বোঝার কোনো উপায় নেই। এক্ষেত্রে এখন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রাণালয়ে যোগাযোগের মাধ্যমে তথ্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হবে। একইসঙ্গে বাতিল করা হবে এনআইডিও।

ইসি কর্মকর্তারা বলছেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় দেড় কোটির মতো প্রবাসী বসবাস করেন। এদের অনেকে সংশ্লিষ্ট রেসিডেন্সি নেওয়ার জন্য বা সিনিজেটশিপ নেওয়ার জন্য বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে থাকেন। তাদের নামও ভোটার তালিকা থেকে কর্তন হতে পারে, একই সঙ্গে বাতিল হতে পারে এনআইডি। এছাড়া এমন ব্যক্তিদের ভোটার না করার সিদ্ধান্ত এর আগে নিয়েছিল সংস্থাটি।

প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে এইসব বিষয় খেয়াল করার জন্য মাঠ কর্মকর্তাদের সম্প্রতি বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক সরওয়ার হোসেন এ সংক্রান্ত নির্দেশনা সকল মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, দ্য বাংলাদেশ সিটিজেনশিপ রুলস-১৯৭৮ এর ৪ নম্বর রুল অনুযায়ী, বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকের ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সুরক্ষা সেবা বিভাগ হতে ইস্যু করা নাগরিক সনদ, বিবাহের প্রমাণপত্র ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে।

এছাড়া বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার জন্য বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন, বিষয়টি উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করে ভোটার তালিকা থেকে তার নাম কর্তন করা হবে।

সারাবাংলা/এনএল/আরএস

দেশের নাগরিকত্ব ত্যাগীদের ভোটাধিকার ও এনআইডি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর