সিলেটে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
২২ মার্চ ২০২৫ ১৯:৫৮ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ২০:১৪
সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলার একটি ধানখেত থেকে মাখন মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার আইলাকান্দি গ্রামের বাড়ির পাশের ধানখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাখন মিয়া উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। সে তাজপুর ইউনিয়নে আইলাকান্দি গ্রামে বসবাস করতেন।
পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার (২১ মার্চ) রাতে মাখন মিয়া বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। রাতে বাড়ি ফিরে না আসায় আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। দুপুরে বাড়ির পাশের ধানখেতে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর) সার্কেল মো. আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসমানীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর