সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে
২২ মার্চ ২০২৫ ১৯:৩১ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ২০:১৮
বাগেরহাট: সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিকেলে বন বিভাগ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
বনবিভাগ জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন কর্মীরা। খাল থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় পানির অভাবে কাজে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনে ছড়াতে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে।
সুন্দরবন সংলগ্ন ধানসাগর এলাকার সাবেক ইউপি মেম্বর পান্না মিয়া বলেন, শনিবার দুপুরে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোঁয়া দেখা যায়। বিষয়টি ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়েছে।
বাগেরহাটের শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছেছেন। রামপাল ও কচুয়া থেকে তাদের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়া হয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন, আশেপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ারের পানি আসলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, সুন্দরবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌছানোর পর আগুনের কি অবস্থা জানানো যাবে।
প্রসঙ্গত, এর আগেও ২০২৪ সালের ৪ মে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সারবাংলা/এসআর