Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের ন্যূনতম বেতন ৯ম গ্রেড অনুযায়ী হতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ২০:১৮

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাবনা জমা দেন জ্যেষ্ঠ সাংবাদিকরা।

ঢাকা: ‘সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দিতে হবে। এটি না দেওয়ার ফলে অনেকে অনৈতিক কাজে জড়াচ্ছে। তবে বেতন-ভাতার ওয়েজবোর্ডে আমাদের এখতিয়ার না থাকলেও আর্থিক নিরাপত্তার কথা বলা হয়েছে। ন্যূনতম নবম গ্রেড অনুযায়ী একজন সাংবাদিকের বেতন হতে হবে। পাশাপাশি রাজধানীতে কর্মরত সাংবাদিকদের ‘ঢাকা ভাতা’ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।’

শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কমিশন প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ।

বিজ্ঞাপন

তিনি জানান, এক প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না, এমন প্রস্তাব দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন।

কামাল আহমেদ বলেন, ‘এক প্রতিষ্ঠান একটিমাত্র গণমাধ্যমের মালিক হতে পারবেন এমন প্রস্তাবনা দেওয়া হয়েছে। ওয়ান হাউস ওয়ান মিডিয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দিতে হবে। দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করতে হবে। এই সংস্থাকে স্বায়ত্তশাসনের মাধ্যমে পরিচালনা করতে হবে।

এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় গণমাধ্যম সংস্কার কমিশন। এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান কামাল আহমেদসহ অন্য সদস্যরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন।

কমিশনের প্রতিবেদন দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩১ মার্চ পর্যন্ত। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ কিছুদিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, সারাদেশে মতবিনিময় এবং জরিপের মাধ্যমে মানুষের কাছ থেকে যেসব মতামত এসেছে সেগুলোকে প্রাধান্য দিয়ে তারা সুপারিশমালা তৈরি করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এসডব্লিউ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেড করার দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর