Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ১৬:৩৩

জাহাজে চুরির প্রস্তুতিকালে আটক পাঁচজন

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- বাগেরহাট জেলার মোংলা বাসিন্দা মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫) ও স্বপন মুন্সী (৪০) এবং খুলনা জেলার কয়রার বাসিন্দা মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জাহাজে চুরির প্রস্তুতিকালে চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সুমন বাহিনীর পাঁচজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে।

সারাবাংলা/এসআর

আটক চুরির প্রস্তুতি দেশীয় অস্ত্র বাগেরহাট মোংলা সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর