১৫ বছরের নিচে হজ নয়, প্রতিস্থাপন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
২২ মার্চ ২০২৫ ১৪:৫৭ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৫:৪৫
ঢাকা: ১৫ বছরের নিচে যাদের বয়স তারা হজ করতে পারবেন না বলে বিজ্ঞপ্তি জারি করেছিল সৌদি আরব সরকার। হজ মৌসুমের মাঝামাঝি সময়ে এসে সৌদি সরকারের এমন সিদ্ধান্ত বিপদে পড়েছেন হজ যাত্রীরা। কারণ এই সিদ্ধান্তের আগেই ১৫ বছরের নিচে সন্তানদের নিয়ে হজে যেতে অনেকে নিবন্ধন করেছেন।
এদিকে এই পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ওই ব্যক্তির স্থানে অন্য একজনকে প্রতিস্থাপন করা যাবে। আর যদি প্রতিস্থাপন করার পরিস্থিতি না থাকে তাহলে টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট এজেন্সিকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রনালয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মামুন আল ফারুকের সই করা ওই নির্দেশনায় বলা হয়, নিবন্ধিত শিশু হজযাত্রী ও তাদের সফরসঙ্গী বাবা-মা বা অভিভাবক কেউ হজে যেতে অপারগ হলে তার পরিবর্তে সমসংখ্যক হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। প্রতিস্থাপনের জন্য কোনো হজযাত্রী পাওয়া না গেলে সেক্ষেত্রে শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে তার বাবা-মা বা অভিভাবকের নিবন্ধন বাবদ নেওয়া সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। কেউ যদি দুটি অপশনের যেকোনো একটি নিতে চায় তাকে সেটি দেওয়ার জন্য বেসরকারি হজ এজেন্সি স্বত্বাধিকারীদেরকে নির্দেশ দেওয়া হয়।
এর আগে, ১২ মার্চ এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, ১৫ বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা ফলো করতে হবে।
এই নির্দেশনার পর পরই যে সকল হজ যাত্রী শিশুসহ নিবন্ধন করেছেন তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় নতুন ওই সকল হজ যাত্রীদের উদ্বেগ দূর করতে ১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে বলে বিজ্ঞপ্তি জারি করে।
ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক সারাবাংলাকে বলেন, এখানে আমাদের (বাংলাদেশ) কোনো সিদ্ধান্ধ পরিবর্তন করার সুযোগ থাকে না। সৌদি সরকারের নির্দেশনা আমাদেরকে অনুসরন করতে হয়। ১৫ বছরের উপরে কেউ যদি হজে যেতে চায় তাকে অবশ্যই প্রাক নিবন্ধন, নিবন্ধন করে যেতে হবে। তার নিচে যাওয়ার সুযোগ নেই। ফলে কেউ যদি হজে যেতে না চায় তার টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ করার সুযোগ পাচ্ছেন। এরমধ্যে সরকারিভাবে ৫ হাজার ২০০ জন আর বেসরকারিভাবে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে এবার চলতি বছরের ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/জেআর/ইআ