Sunday 23 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ মার্চ ২০২৫ ১২:১০

নিহত রুহুল আমিন।

রাজশাহী: রাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছেন। ঘটনার পর শ্যালক পালিয়ে গেছেন।

শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে মহানগরীর নওদাপাড়া কালুর মোড়ে এই ঘটনা ঘটে। নিহত দুলাভাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪০)। তিনি নওদাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। অভিযুক্ত শ্যালকের নাম মিন্টু (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোন্তাকিম। তিনি জানান, রুহুল আমিনের শ্বশুরের জমির মাপজোখ চলছিল। এ সময় তারা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। দ্বন্দ্বের এক পর্যায়ে শ্যালক মিন্টু হাসুয়া দিয়ে রুহুল আমিনের গলাকে কোপ দেন। ঘটনাস্থলে রুহুল আমিনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ‘ঘটনার পরপর শ্যালক মিন্টু পালিয়ে গেছেন। আমি নিজে ঘটনাস্থলে এসেছি। রুহুল আমিনের মরদেহ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

শ্যালকের হাতে দুলাভাই নিহত হাসুয়ার কোপে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর