Sunday 23 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কী চমক থাকছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে?

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫ ১২:০৫

আজ পর্দা উঠছে আইপিএলের

আজ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে আইপিএলের এবারের আসরের। প্রায় দেড় মাসের লম্বা এই টুর্নামেন্ট শুরু হচ্ছে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে। কী চমক থাকছে আজকের এই অনুষ্ঠানে, চলুন জেনে নেওয়া যাক সেসবই।

২২ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৮তম আসর। প্রথম ম্যাচের আগে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হবে জমকালো এক অনুষ্ঠানের। কলকাতার ইডেন গার্ডেনসে হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠান চলবে এক ঘণ্টা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ৩ হাজার রুপি থেকে সর্বোচ্চ ৩০ হাজার রুপি। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিট।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে টিভি ও অনলাইনে। টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস-১ সরাসরি সম্প্রচার করবে এই অনুষ্ঠান। স্পোর্টজেডএক্স নামক অ্যাপেও দেখা যাবে অনুষ্ঠানটি।

এবারের অনুষ্ঠানে আলো ছড়াতে থাকবেন শাহরুখ, সালমানদের মতো বলিউডের বড় তারকারা। আরও থাকছেন শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিতরা। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন অরিজিত সিং ও শ্রেয়া ঘোষালের মতো নামীদামী শিল্পীরা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে গড়াবে কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর