বিশ্বকাপ বাছাইপর্ব
মেসি-মার্টিনেজকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
২২ মার্চ ২০২৫ ০৮:২২ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ০৯:৫৩
বাছাইপর্বের দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও পাউলো দিবালাকে হারিয়েছিল আর্জেন্টিনা। তাদের সেই অভাবটা অবশ্য বুঝতে দিলেন না দলের বাকি সদস্যরা। উরুগুয়ের বিপক্ষে থিয়াগো আলমাডার একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা।
বাছাইপর্বের উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ পাওয়া চোটে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মেসি, লাউতারো ও দিবালা। শীর্ষস্থান ধরে রাখতে উরুগুয়ের সেন্টেনারিওতে মাঠে নেমেছিল লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধে দুই দলই ব্যস্ত ছিল ফাউলে। বারবার রেফারিকে খেলা থামাতে হয়েছে। এতে উত্তপ্ত হয়েছে মাঠের পরিবেশ।
দুই দলের কেউই প্রথম ভাগে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। গোলশূন্যভাবেই তাই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেরর শুরু থেকেই গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা বেশ কিছু সুযোগ তৈরি করে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা কিছুতেই পাচ্ছিলেন না তারা।
অবশেষে ৬৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন আমাডা। বক্সের বাইরে হুলিয়ান আলভারেজের পাসে বল পান তিনি। সেখান থেকে দুর্দান্ত এক শটে গোল করেন আমাডা। শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয়ের জন্য এই গোলই যথেষ্ট হয়েছে। ম্যাচের ৯৫ মিনিটে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকোলাস গঞ্জালেস।
১-০ গোলের এই জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষেই রইল আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিজেদের ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারানো ইকুয়েডর। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ব্রাজিল।
সারাবাংলা/এফএম