Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, ওসি স্ট্যান্ড রিলিজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ০২:৩৭ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ০৯:৪৮

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ছবি কোলাজ: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর খুলশী থানার অফিসার ইনচার্জকে (ওসি) স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) রাতে নগরীর খুলশী থানার কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপি নেতা শাহআলম ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-উত্তর) মো. জাহাঙ্গীর সারাবাংলাকে বলেন, ‘সংঘর্ষের সময় গোলাগুলিও হয়েছে। এতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। আরও দুজন সংঘর্ষে আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে।’

এদিকে ঘটনার পর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে স্ট্যান্ড রিলিজের আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

এডিসি জাহাঙ্গীর সারাবাংলাকে জানান, ওসি মুজিবুরকে স্ট্যান্ড রিলিজের আদেশের পর সিএমপি কমিশনার কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেনকে খুলশী থানার ওসি হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

ওসি গোলাগুলি চট্টগ্রাম স্ট্যান্ড রিলিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর