Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বৈছাআ’র গণমিছিল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ২২:৩১

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের গণমিছিল

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম নগরীতে গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র- আন্দোলন-চট্টগ্রাম।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নগরীর ওয়াসার জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল বের করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যেগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি ওয়াসা, আলমাস সিনেমা হল হয়ে কাজির দেউড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রিজাউর রহমান বলেন, ‘একটি কালোচক্র বাংলাদেশের ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানকে বিক্রি করার পাঁয়তারা করছে। খবরদার, রক্তাক্ত জুলাইকে জাগানোর চেষ্টা করবেন না। তাহলে এর পরিণাম ভালো হবে না।’

গণমিছিল

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন, নগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আবু সাঈদের রক্তের কসম, যতদিন আমাদের শরীরে রক্ত থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা পুনর্বাসিত হতে দেব না।’

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন, দক্ষিণ জেলার আহ্বায়ক জুবায়ের হোসেন বলেন, ‘আমরা যে আদর্শ নিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি করতে নেমেছি সে দেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না, হবে না। আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে চট্টগ্রামকে অচল করে দেওয়া হবে। আমরা অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের পুনর্বাসন প্রতিরোধ করব।’

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন, নগর সদস্য সচিব মিজানুর রহমান বলেন, ‘আওয়ামী লীগকে যদি এদেশে পুনর্বাসিত করার চেষ্টা করা হয় তাহলে আরেকটি জুলাই রচিত হবে। আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসআর

আ.লীগ নিষিদ্ধের দাবি চট্টগ্রাম বৈছাআ'র গণমিছিল সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর