সিডনিতে মিন্টু মল আয়োজিত রমজান নাইট শুরু
স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ২২:৪৮
২১ মার্চ ২০২৫ ২২:৪৮
অস্ট্রেলিয়ার সিডনিতে মিন্টু মল বাংলাদেশিসহ স্থানীয় মুসলিম কমিউনিটির জন্য পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রমজান নাইটের আয়োজন করা করেছে। তিনদিন ব্যাপী রমজান নাইট চলবে।
শুক্রবার (২১ মার্চ) ও শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে রমজান নাইট। আর আগামী ২৩ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম ও বিডি হ্যাব সিডনির সার্বিক সহায়তায় আয়োজিত এই রমজান নাইট প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে।
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম ও বিডি হ্যাব সিডনির সভাপতি আব্দুল খান রতন বলেন, আমাদের সংগঠন দুইটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়ে মিন্টু মল বাংলাদেশি কমিউনিটির অনেক দিনের স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগী হয়েছে। এই আয়োজন ভবিষ্যতে প্রতি বছর অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/এমএইচ/এইচআই