নির্যাতনের বিরুদ্ধে ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিডের প্রতিবাদ
২০ মার্চ ২০২৫ ১৯:৩০ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ২০:৪২
ঢাকা: ধর্ষণ ও নারীর প্রতি পাশবিক নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এই সমাবেশে ডিস্ট্রিক্ট ৩২৮-এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝরসহ অন্যান্য ক্লাবের প্রেসিডেন্ট ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আসিয়াসহ সকল নির্যাতিত নারীদের জন্য ন্যায়বিচার দাবি করেন ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। তিনি বলেন, সমাজে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

ক্লাবের প্রেসিডেন্ট ইসরাত জাহান বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই
আয়োজক ক্লাবের প্রেসিডেন্ট ইসরাত জাহান বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য ক্লাবের প্রেসিডেন্টরাও বক্তব্য রাখেন এবং সকলকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সমাবেশ থেকে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়, যাতে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়।
সারাবাংলা/এএসজি
ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড ধর্ষণ ও নারীর প্রতি পাশবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ