Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ২০:১২ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ২২:১৭

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর জামায়াতের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নগরীর আন্দরকিল্লা জামে মসজিদের উত্তর গেইট থেকে মিছিলটি শুরু হয়। এর পর মিছিলটি চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগর এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলে ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই কর; বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ফিলিস্তিনে হামলা, সইবে না বাংলা; বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিনকে রক্ষা কর’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এদিকে মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, ‘ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসেই গাজায় ইসরায়েলি বাহিনী আবারও গণহত্যা শুরু করেছে। মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক লোককে হত্যা করেছে। রাতের অন্ধকারে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরাইলের বর্বর আক্রমণ পরিকল্পিত গণহত্যা, যা বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক।’

জাতিসংঘকে ইসরায়েলের সেনাবাহিনীকে শাস্তির আওতায় আনার আহবান জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করে সেখানকার মুসলমানদের অধিকার পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিয়ে তার সুরক্ষাও নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রয়োজন হলে আবার বদর সংগঠিত হবে, ইহুদিবাদ নিপাত যাবে। জাতিসংঘকে অবিলম্বে ইসরায়েলি বাহিনীর শাস্তি নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

নগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘দুর্নীতি ও অপশাসনের কারণে নিজ দেশেই রোষানলে পড়েছে নেতানিয়াহু। ধার্মিক ইহুদিরা পর্যন্ত জায়নবাদী সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নিজের ব্যর্থতার দায় আড়াল করতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রাতে গাজাবাসীর ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে হবে ইসরায়েলকে। ডোনাল্ড ট্রাম্প যদি নিরপরাধ নারী ও শিশুসহ হত্যাকাণ্ডকে সহযোগিতা করেন তাহলে অচিরেই বিশ্বনেতৃত্ব হারাবেন।’

নগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খায়রুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী ও নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান।

সারাবাংলা/আইসি/পিটিএম

ইসরায়েলি হামলা গাঁজা চট্টগ্রাম জামায়াতে ইসলামী বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর