Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ২০:০৩

ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। ছবি: সারাবাংলা

পাবনা: জেলার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলা দিয়ার বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামানিক (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০), তাদের ছেলে মুস্তাকিম (২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশরাফুল ইসলামের ছেলে রাতুল ইসলাম (১৮) ও ঈশ্বরদী উপজেলার রানা হোসেনের ছেলে তোহা (২৫)। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভলকা নামের যাত্রীবাহী একটি বাস পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে বহরপুর মল্লিক অ্যাগ্রো ফুডের সামনে বাসটি পাবনা অভিমুখী সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন দু’জন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এদিকে একই সময় উপজেলার ভবানীপুর নামক স্থানে ট্রাকচাপায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

অটোরিকশা ঈশ্বরদী ধাক্কা বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর