Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৯:৫০ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ২০:৩০

রাজধানীর উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার – ছবি : ডিএমপি

ঢাকা: রাজধানীর উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. সুমন মিয়া ওরফে রাব্বি (৩০), মাহমুদুল হাসান মিয়া ওরফে মীর হোসাইন মীরু (২৮), আমির হোসেন (২২) ও রুবেল মিয়া (২৩)।

তালেবুর রহমান জানান, বুধবার (১৯ মার্চ) রাত ২টার দিকে উত্তরার ১০নং সেক্টরস্থ আব্দুল্লাহপুর তাসিন সিএনজি স্টেশনের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের উপর একদল দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে অভিযান চালায় উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়।

তিনি জানান, এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/আরএস

উত্তরায় চার ডাকাত গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর