Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু-পরিবেশগত ইস্যুতে সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ ও নেপাল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৭:৫৯

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে বৈঠকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা: জলবায়ু ও পরিবেশগত ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে এক বৈঠকে নেপালের রাষ্ট্রদূত এই আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে জলবায়ু ও পরিবেশগত ইস্যুতে বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করারও পূর্ণ সহায়তার আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশ জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক পরিবেশগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করে।

বৈঠকে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি নেপালে ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিতব্য সাগরমাথা সম্মেলনে যোগদানের জন্য পরিবেশ উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি জানান, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক এই সংলাপে পর্বতসমৃদ্ধ দেশসহ বিশ্ব নেতৃবৃন্দ, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই আমন্ত্রণকে স্বাগত জানান এবং সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার কার্যালয়ের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বৈঠকে বাংলাদেশ, নেপাল ও ভুটানের অংশগ্রহণে একটি তিন জাতির পরিবেশ বিষয়ক বৈঠকের সম্ভাবনাও আলোচনা হয়। বৈঠক শেষে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সারাবাংলা/এফএন/এনজে

জলবায়ু নেপাল পরিবেশ বাংলাদেশ সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর