Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু, ৪ জনের অবস্থা আশংকাজনক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৭:৫৭

প্রতীকী ছবি

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত বাঙ্কার এলাকা থেকে পাথর তুলতে গিয়ে কয়েছ আহমদ নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কয়েছ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মোনরাজ মেম্বারের ছেলে।

আহতরা হলেন- একই এলাকার সবুজ মিয়া, সুজাত আহমদ, ইমরান ও কোম্পানীগঞ্জের শিলাকুড়ি গ্রামের সুরুজ আলী। তাদেরকে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, প্রতিদিনের মতো কয়েছ তার দলের সঙ্গে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যান। এ সময় বাঙ্কারের গভীর গর্ত করে পাথর তুলতে গিয়ে মাটি চাপা পড়েন কয়েকজন। তৎক্ষণিক অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক কয়েছকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সারাবাংলা/এসআর

পাথর শ্রমিক ভোলাগঞ্জ শ্রমিকের মৃত্যু সারাবাংলা সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর