Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতির প্রতিবাদে রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৭:৪৭

রংপুরের সরকারি–বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

রংপুর: ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতির প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন রংপুরের সরকারি–বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ক্লাস-পরীক্ষা বর্জন করে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন তারা। পরবর্তীতে নগরীর চারতলা মোড় এলাকায় এসে জমায়েত হয়ে সড়ক অবরোধ করেন।

তাদের অভিযোগ–ক্রাফট ইন্সট্রাক্টররা মূলত অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস ও কারিগরি ব্যাকগ্রাউন্ডের না। তাদের ডিপ্লোমার শিক্ষক হওয়ার যোগ্যতা না থাকলেও তাদের ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক বানানো হয়েছে। ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত কারিগরি সেক্টর ধ্বংসের পাঁয়তারা বলে মনে করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনসহ কর্মসূচি অব্যাহত থাকবে জানান তারা।

এ সময় সরকারি–বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরদের পক্ষে মোহাম্মদ সোহেল রেজা ৬টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

  • জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে।
  • জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক “ডিপ্লোমা প্রকৌশল” ডিগ্রি থাকতে হবে।
  • ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
  • কারিগরি (পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
  • কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে।
  • ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ক্রাফট ইনস্ট্রাক্টর পলিটেকনিক শিক্ষার্থী রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর