Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াদিল্লি’র পরিবর্তে ঢাকা থেকে বাংলাদেশিদের ভিসা দিবে অস্ট্রেলিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৭:২১ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৯:১৯

প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফাইল ছবি

ঢাকা: নয়াদিল্লি’র পরিবর্তে ঢাকা এখন থেকে বাংলাদেশিদের ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপে জানান, এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তাকে এই অনুরোধ করেছিলেন। এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করতো।

সারাবাংলা/জিএস/পিটিএম

অস্ট্রেলিয়া দিল্লি ভিসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর