Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি সিদ্ধান্ত নিলে সব পর্যবেক্ষক সংস্থা বাতিল হবে: আনোয়ারুল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৭:১৮ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৭:২৩

বৃহস্পতিবার ইসি বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

ঢাকা: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন পর্যবেক্ষকদের একটা খসড়া আমরা দাঁড় করিয়েছি। কিছু কিছু পর্যবেক্ষক তো বাতিল হবেই। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে, তো বাতিল হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত মোট ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা রয়েছে।

‘আগামী নির্বাচন নিয়ে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় এবং অসচ্ছতা না হয়, সেজন্য সর্বতোভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে’- জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন,যারা বিতর্কিত ছিলেন, তাদের বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। তাদের চাকরি চলে গেছে। শাস্তিমূলক ব্যবস্থা হোক বা প্রতিরোধমূলক ব্যবস্থা হোক- সরকারও নিচ্ছে, কমিশনও নিচ্ছে। ভবিষ্যতে হবে না- এমনটাই প্রত্যাশা করি। সুনির্দিষ্ট পদ পদবীর বিষয় না। একটা সুন্দর, স্বচ্ছ ও নজীরবিহীন নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, নির্বাচন কমিশন তা করতে প্রতিজ্ঞাবদ্ধ।

রাজনৈতিক দলের নিবন্ধন বিজ্ঞপ্তি স্থগিত হওয়ার বিষয়ে তিনি বলেন, আদালত থেকে রুলের আদেশ এখনো আসেনি। সেটা দেখার পর বলতে পারবো, সুনির্দিষ্টভাবে আদেশ না দেখে কিছু বলা যাবে না। আগামী সপ্তাহে রায়ে কপি হয়তো পাবো, তখন বলতে পারবো। আমরা বিদ্যমান নীতিমালা ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে এগুচ্ছি।

ইসি আনোয়ারুল বলেন, বৈঠকে ভোটকেন্দ্র নীতিমালা নিয়েও আলোচনা হয়েছে। একটা খসড়া দাঁড় করানোর কথা ভাবছি। আর সীমানা নির্ধারণ নিয়ে এখনো কোনো আপডেট নেই।

জানা যায়, সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে পাঁচটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বৈঠক বসেছিল ইসি। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ সংক্রান্ত, রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত, নির্বাচন পর্যবেক্ষণ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন সংক্রান্ত, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা সংক্রান্ত নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/আরএস

নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর