রংপুরে শিশু ধর্ষণ চেষ্টার অপরাধে যুবক কারাগারে
২০ মার্চ ২০২৫ ১৬:২৮
রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযোগে আনোয়ার হোসেন (৫০) নামে গ্রেফতার হওয়া ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা শিশুটিকে বাড়িতে রেখে পাশের এলাকায় কাজের জন্য যায়। এমন অবস্থায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে আনোয়ার হোসেন তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এমন সময় শিশুটির বড় বোন আনোয়ারকে দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। এরপর ভুক্তভোগী পরিবার বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ জানালে পুলিশ আনোয়ারকে আটক করে।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এনজে