Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৬:২৩

রাবনা বাইপাস এলাকায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা

টাঙ্গাইল: ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলায় হাইকোর্টের রায়ের প্রতিবাদে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টাঙ্গাইল পলিটেকনিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে রাবনা বাইপাস এলাকায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় মহাসড়কের দুই পাশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, গত মঙ্গলবার হাইকোর্ট ৩০ শতাংশ পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০ শতাংশ কমে গেল। হাইকোর্টের এমন রায় আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সেই সঙ্গে তারা টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সকল প্রকার ক্লাস এবং চলমান পর্ব মধ্য পরীক্ষা পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বর্জন ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

টাঙ্গাইল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পলিটেকনিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর