Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট
জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৫:১৭

সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম গ্রেফতার।

নাটোর: নাটোরের সিংড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, সিংড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের নির্বাচনে প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণার সময় বিনগ্রাম বাজারে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত বছরের ৯ সেপ্টেম্বর মামলা করেন উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিছুর রহমান। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামসহ ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/এমপি

অপারেশন ডেভিল হান্ট গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর