Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভ্যন্তরীণ নৌপথে ভাসমান গুদামে কোস্ট গার্ডের অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৬:৩৬ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৯:২০

নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বহিঃনোঙর ও অভ্যন্তরীণ নৌপথে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

বাগেরহাট: পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বহিঃনোঙর ও অভ্যন্তরীণ নৌপথে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে নৌ বাহিনী, নৌ পরিবহন মন্ত্রণালয় ও নৌ পুলিশের সমন্বয়ে বঙ্গোপসাগরের হিরণ পয়েন্ট, হারবারিয়া, বাগেরহাটের মোংলা, আংটিহারা, রূপসা ও নোয়াপাড়া নোঙর এলাকা সংলগ্ন নৌ রুটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, ভোজ্য তেল এবং অন্যান্য খাদ্য দ্রব্যাদি বহনকারী জাহাজ/লাইটারসমূহ যাতে ভাসমান গুদামে পরিণত না হয়, সে লক্ষ্যে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে

একইসঙ্গে এ সকল জাহাজ/ট্যাংকারসমূহের বিভিন্ন নথিপত্র, আইএমও নম্বর, অগ্নি নির্বাপনী আইটেম ও লাইফ সেভিংস ইক্যুইপমেন্টসমূহের সঠিকতাও যাচাই করা হচ্ছে।

তিনি জানান, এছাড়া সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে কোস্ট গার্ড। বাণিজ্যিক জাহাজসমূহ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে- তা নিশ্চিত করার পাশাপাশি নৌ দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে কার্গো ও পর্যটকবাহী জাহাজসমূহের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে।

সারাবাংলা/আরএস

বাংলাদেশ কোস্ট গার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর