ঢাকাসহ ৬ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
২০ মার্চ ২০২৫ ১৩:০৩ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৫:৩৭
ঢাকা: ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জানিয়েছেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি জানান, আগামী ২২ তারিখ পর্যন্ত দেশজুড়ে এমন আবহাওয়া বিরাজ থাকবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সারাবাংলাকে এ আবহাওয়াবিদ জানান, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে।
তিনি আরও জানান, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। বলেন, আগামী দুই থেকে তিন দিন দেশের তাপমাত্রা কম থাকবে। আগামী রোববার (২৩ মার্চ) থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। ছবি: সারাবাংলা
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আরও জানান, এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তিনি জানান, সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস হতে পারে, এবং রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত।
সারাবাংলা/এনএল/ইআ