২০ ওভারে উঠবে ৩০০ রান, আইপিএলে গিলের প্রত্যাশা
২০ মার্চ ২০২৫ ১২:১৮
আধুনিক টি-২০ ক্রিকেটে রানের বন্যা বয়ে গেলেও কালেভদ্রেই হয়েছে ৩০০ রানের রেকর্ড। আইপিএলের ইতিহাসে এখনো কোনো দল ছুঁতে পারেনি এই মাইলফলক। গুজরাট টাইনটান্সের অধিনায়ক শুভমান গিল বলছেন, এবারের আসরেই আইপিএল দেখতে পারে ৩০০ রানের ইতিহাস।
স্বীকৃত টি-২০তে এখন পর্যন্ত ৩০০ রান হয়েছে মাত্র তিনবার। আন্তর্জাতিক টি-২০তে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের গড়া ৩৪৪ রানই এখন পর্যন্ত সর্বোচ্চ। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ স্কোরটি হয়েছে ভারতের মাটিতেই। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ৩৪৯ রান তোলে বারোদা।
আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর ২৮৭। গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এই বিশাল স্কোর করেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
গিল বলছেন, এবার ৩০০ রান ছুঁয়ে নতুন রেকর্ড গড়তে পারে আইপিএল, ‘খেলার গতি এমন এক মোড়ে পৌঁছে গেছে, মনে হচ্ছে আমরা কোনো ম্যাচে ৩০০ রান করতেও পারি। গত বছর কয়েক দফা এটার কাছাকাছি গিয়েছিলাম আমরা। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটিও এখানে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে। আইপিএল এই কারণে আরও বেশি বিনোদন দেবে।’
আগামী ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইপিএলের।
সারাবাংলা/এফএম