Thursday 20 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোলিং পরীক্ষায় পাস সাকিব

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫ ০৯:৩৮ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১০:৪৬

সাকিব আল হাসান

গত বছরের সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং। এরপর বোলিং পরীক্ষায় ‘ফেল’ করায় নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। অবশেষে উঠে গেল সেই নিষেধাজ্ঞা। নতুন করে বোলিং পরীক্ষায় ‘পাস’ করায় বল হাতে ফিরতে আর বাধা থাকল না সাকিবের।

২০২৪ সালের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেটের ম্যাচ খেলার সময় তার বোলিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা। এরপর বার্মিংহামে বোলিং পরীক্ষা দিলেও উতরে যেতে পারেননি সাকিব। চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষাতেও পাস করতে পারেননি তিনি। আর এতেই এই কয়েক মাস বোলিং থেকে দূরে থাকতে হয়েছে তাকে।

বিজ্ঞাপন

এই কয়েক মাস বোলিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাকিব। ২৭ ফেব্রুয়ারি পরীক্ষার জন্য যুক্তরাজ্যে যান সাকিব। সবশেষ লাফবোরো বিশ্ববিদ্যালয়ে নতুন করে বোলিং পরীক্ষা দেন তিনি। ৯ মার্চ অনুষ্ঠিত হওয়া সেই পরীক্ষায় অবশেষে পাস করেছেন তিনি। পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি করেছিলেন সাকিব, বৈধ ছিল সবকয়টিই।

পরীক্ষায় পাস করেই সব ধরনের ক্রিকেটে বোলিং করার অনুমতি পেলেন সাকিব।

সারাবাংলা/এফএম

বোলিং পরীক্ষা সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর