রংপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ০৯:০৩ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১০:৪৫
২০ মার্চ ২০২৫ ০৯:০৩ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১০:৪৫
রংপুর: সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) রাতে রংপুর নগরির জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নগর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, নয়নের বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল তাকে রংপুর থেকে গ্রেফতার করেছে। সকল আইনি পদক্ষেপ শেষ করে কুড়িগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
সারাবাংলা/এমপি