Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবাবগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশিকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১২:০৫

ঢাকা: ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকায় (৭) বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশি নাজিম খানকে মারধর করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌনে ১০টার দিকে শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

শিশুটির মা জানান, তাদের বাড়ি নবাবগঞ্জের দৌলতপুর এলাকায়। নাজিম খান তাদের প্রতিবেশি ও শিশুটির বাবার বন্ধুও। এই সূত্রে বাসায় যাতায়াত করত। কিন্তু মঙ্গলবার বিকালে তার মেয়েকে ফুসলিয়ে তার বাসায় নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশিরা ওই বাসায় গিয়ে নাজিম খানকে হাতেনাতে ধরে ফেলে। পরে থানা পুলিশে সোর্পদ করে। রাতে মেয়েকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ঢাকার নবাবগঞ্জে ধর্ষণের শিকার ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

ধর্ষণ শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর