নড়াইলে ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
১৮ মার্চ ২০২৫ ২২:২৯
নড়াইল: নড়াইলের লোহাগড়ায় ডাকাত দলের সদস্যদের অনতিবিলম্বে গ্রেফতার, তাদের হাত থেকে এলাকবাসীকে রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার নোয়াগ্রামে এ মানববন্ধন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন ডাকাতির কবলে পড়া পরিবারগুলোর সদস্য জোৎস্না বেগম, শেফালি বেগম, মো. সাগর শেখ, পারভেজসহ অনেকে।
মানববন্ধনকারীদের অভিযোগ, গত দুই মাসে নোয়াগ্রাম ও পার্শ্ববর্তী বয়রা ও ঘাঘা এলাকায় কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় নোয়াগ্রাম এলাকার একাধিক মামলার আমামি আসমা বেগম, আব্দুর নূর তুষার ও তাদের সহযোগী সাদ্দাম, আকাশ, হান্নান, বিপ্লব, শিপন, ভাষান ও খায়রুল জড়িত রয়েছে। ঘটনার পর ভুক্তভোগীরা লোহাগড়া থানায় মামলা ও অভিযোগ করেন। এসব মামলায় দুইবার আসমা বেগম গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতারের পর কয়েকদিনের মধ্যে জামিনে বের হয়ে আসেন। তাছাড়া তার অন্য সহযোগিদের কেউ এখনো গ্রেফতার হয়নি।
তারা বলেন, ডাকাতদের বিরুদ্ধে মামলা ও অভিযোগ করে আমরাই এখন উলটো বিপদে পড়েছি। ডাকাতরা প্রতিনিয়ত আমাদের হুমকি-ধামকি দিচ্ছে। মামলা ও অভিযোগকারিদের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মিথ্যা নির্যাতনের মামলা করেছেন ওই আসমা বেগম। আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।
জোৎস্না বেগম বলেন, গত ৩০ জানুয়ারি আমার বাড়িতে হওয়া ডাকাতির ঘটনায় আমরা মামলা করেছিলাম। ওই মামলায় আসমা গ্রেফতার হয়েছিল। অন্যান্য ডাকাতির ঘটনায় ও সে গ্রেফতার হয়। কিন্তু কয়দিন পরই জামিন পেয়ে যায়। জামিনে এসে আসমা আমাদেরকে হুমকি-ধামকি দিচ্ছে। নির্যাতনের একটা মামলাও দিয়েছে আমাদের নামে। নানাভাবে হয়রানি করতেছে, আমাদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করতেছে।
লোহাগাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আসমার নামে ২০২২ সালের একটি হত্যা মামলা রয়েছে। এলাকায় চুরি ও দস্যুতার মামলায় জড়িত থাকায় আসমাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছিলাম। তুষারের নামেও একাধিক মামলা রয়েছে। তুষারসহ এদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। জনগণের যত মালামাল খোয়া গেছে, সেগুলো উদ্ধারেও আমরা কাজ করছি।
সারাবাংলা/এইচআই