‘গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে’
১৮ মার্চ ২০২৫ ২১:৫৭
খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, ’২৪ গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তারা জনগণকে হতাশ করেছে চরমভাবে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে খুলনা প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মুফতী ইমরান হুসাইন এর পরিচালনায় বৈষম্যহীন আদর্শ সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সিয়ামের ভূমিকা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানবরচিত মতবাদের মাধ্যমে এই স্বপ্নপূরণ সম্ভব নয়। তাই স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে। একজন সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানব রচিত কোনো মতবাদে বিশ্বাসী হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে আসার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাও. আব্দুল্লাহ ইমরান, খুলনা মহানগর এর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জেলা সহ-সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা ২ আসনের সাবেক সংসদ বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, জামাত ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, মাদানী নগর মাদরাসার মুহতামিম মুফতি এমদাদুল্লাহ কাসেমী, জাতীয় নাগরিক কমিটি খুলনা মহানগর সংগঠক হামিম রাহাত, গণঅধিকার পরিষদ মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজ, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সভাপতি শরিফ সাইদুর রহমান ও খেলাফত মজলিস মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল প্রমুখ।
এছাড়া সাংবাদিকদের মধ্যে দৈনিক মানবজমিন ব্যুরো প্রধান মোহাম্মদ রাশেদুল ইসলাম, কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, দৈনিক ইনকিলাব ব্যুরো প্রধান আশাফুর রহমান কাজল, এস টিভি খুলনা প্রতিনিধি মো. কলিন হোসেন আরজু, খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন, দৈনিক খুলনার মাসুম বিল্লাহ ইমরান, ফারহান হোসেন সজিব, এম এ হাসান, আরজি উজ্জ্বল, এম এ মিন্টু, মো. পাপ্পু, দেবব্রত রায়, সাগর সরকার।
সারাবাংলা/এইচআই