Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২১:৪৪ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২৩:৪৪

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো: অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী এ ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি। যৌক্তিক সময় বলতে সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন তার বেশি নয়।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছর এ দেশ নির্বাচনবিহীন সরকারের মাধ্যমে পরিচালিত হয়েছে। সেই সরকার মানুষের অধিকার ভূলণ্ঠিত করেছিল। তারা অর্থনৈতিক, বিচার ও সামাজিক দিক থেকে বিশৃঙ্খলা তৈরি করেছিল। সে সময় মানুষের কোনো স্বাধীনতা ছিল না।

শাহজাহান চৌধুরী বলেন, ‘যারা শাসন করেছিল তারা এ দেশের সম্পদ লুণ্ঠন করেছিল। এ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু বানিয়ে দিয়েছে। বিগত স্বৈরাচারী শাসক দেশের বিভিন্ন ব্যাংক ডাকাতি করেছে। মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছে।’

ইফতার মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আলাউদ্দিন, সেক্রেটারি মো. আফসার উদ্দিন, প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি, বাসসের ব্যুরো প্রধান শাহনেওয়াজ, এটিএন বাংলার ব্যুরো প্রধান আবুল হাসনাত, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, যুগান্তরের ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এইচআই

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর নির্বাচন শাহজাহান চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর