Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংস্কারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২১:৩৪ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ০০:০৪

বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ঢাকা: সংস্কারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করে সন্দ্বীপ উপজেলা বিএনপি।

ইশরাক বলেন, ‘গত ১৭টি বছর জনগণ আন্দোলন-সংগ্রাম করেছে ভোটের অধিকার প্রতিষ্টার জন্য। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে নিজের ভোট নিজে দেওয়ার জন্য। অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে গত আগস্টে স্বৈরশাসক বিদায় হলেও ভোট নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। সংস্কারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। শত শত নেতা-কর্মীকে গুম করেছে, খুন করেছে, সারাজীবনের জন্য পঙ্গু করে দিয়েছে। শহিদ জিয়া পরিবারের প্রতি অমানসিক নির্যাতন করেছে। যে হাসিনার কারণে আমাদের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছিল, যে হাসিনার কারণে দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি।’

ইশরাক বলেন, ‘দেশে আন্দোলন হয়েছে গণতন্ত্রহীনতার জন্য। আর গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে ভোটাধিকার। আজকে সংবিধান যারা মুছে ফেলতে চায় তারা সফল হবে না।’

তিনি বলেন, ‘আদর্শিক রাজনীতির চর্চা করতে হবে। কোনো ধরনের অনৈক্য বা ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল ষড়যন্তে লিপ্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে এক শ্রেণির মিডিয়া। শেখ হাসিনার দোসররা সব জায়গায় বিদ্যমান। দেশকে অগ্রসর করার ক্ষেত্রে এই দোসররাই অন্তরায়।’

বিজ্ঞাপন

নেতাকর্মীদের উদ্দেশে ইশরাক বলেন, ‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। দল যাকে মনোনয়ন দেয়, তার সঙ্গে সবাইকে কাজ করতে হবে। পরাজিত শক্তি দেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।’

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মনির তালুকদার, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট আবু তাহের, আলমগীর হোসাইন ঠাকুর, দিদারুল আলম, জাহাঙ্গীর হোসেন, আবদুল ওয়াহাব কবির, গাজী হানিফ, মাইনউদ্দীন, নাজিম উদ্দিন কমিশনার, নসরুল কবীর মনির তালুকদার, কাউছার আহমেদ, সাইফুর রহমান শামীম, মো. মাইন উদ্দীন, আকতার হোসেন, নাজিম উদ্দীন ও মাহবুবুল আলম শিমুল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপি বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী