Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে দুর্বৃত্তদের হাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২১:০৭

নিহত যুবক শাহরিয়ার হোসেন

সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মোটরসাইকেল ছিনিয়ে নিতে শাহরিয়ার হোসেন (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার রাধানগর বাজার সংলগ্ন এলাকা এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার উপজেলার পশ্চিম আলিরগাও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে গোয়াইনঘাটের রাধানগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবক। পথিমধ্যে দুর্বৃত্তরা তার গতিরোধ করে মাথায় আঘাত করে ফেলে রেখে নগদ অর্থ ও মোটরসাইকেল নিয়ে যায়। ঘটনাস্থল পড়ে থাকাবস্থায় দেখে স্থানীয় লোকজন তাকে সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। তার মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে, নাকি পূর্ব-শত্রুতার জেরে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এইচআই

দুর্বৃত্ত দুর্বৃত্তদের হামলা নিহত যুবক নিহত সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর