Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আছিয়ার বাবার চিকিৎসার ব্যবস্থা করলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৬:০৮ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৭:০৩

আছিয়ার বাবা ফেরদৌস।

ঢাকা: মাগুরায় ধর্ষণের শিকার হয়ে ঢাকায় মৃত্যুবরণ করা সেই আছিয়ার বাবার চিকিৎসার ব্যবস্থা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৮ মার্চ) আছিয়ার বাবা ফেরদৌসকে মাগুরা থেকে ঢাকায় নিয়ে আসেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। পরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ধর্ষণের শিকার শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত ও ভারসাম্যহীন হয়ে পড়েছেন তার বাবা ফেরদৌস। পেশায় কৃষক ও ভ্যানচালক ফেরদৌসের এই খবর জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে ফেরদৌসের চিকিৎসা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দেন।

এই নির্দেশের প্রেক্ষিতে মাগুরার সন্তান ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তাৎক্ষণিক আছিয়ার বাবা ফেরদৌসকে ঢাকা নিয়ে আসেন।

উল্লেখ্য যে, গত ৫ মার্চ বোনের শশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন আছিয়া। তার অবস্থার অবনতি হলে পরের দিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর পর ৮ মার্চ তার অবস্থার উন্নতি না হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ মার্চ দুপুরে মারা যায় আছিয়া। শুরু থেকেই আছিয়ার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছিলেন তারেক রহমান।

সারাবাংলা/এজেড/ইআ

তারেক রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর