গণঅভ্যুত্থানে হামলা: সাদ্দাম-ইনানসহ ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
ঢাবি করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৬:০০ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৭:০৩
১৮ মার্চ ২০২৫ ১৬:০০ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৭:০৩
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৭ মার্চ) এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। যেখানে ১২৮ শিক্ষার্থীর মধ্যে অধিকাংশই ছাত্রলীগের বলে এ তালিকা সারাবাংলার হাতে এসেছে।
বহিষ্কারের তালিকায় যারা আছেন তাদের মধ্যে রয়েছেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নাম পাওয়া গেছে।
সারাবাংলা/এআইএন/ইআ