Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সারা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়: প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২২:১৩ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৪:৪৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়। ছোট মাঠে খেলার খেলোয়াড় না বাংলাদেশ। ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটি দেশ। আমাদের দেখে লোকে হাততালি দেয়। বাংলাদেশ নেমেছে এবার। ওরকম চাই, ওরকম করতে পারি। আমরা বাস্তবেও পারি। আমাদের সে সুযোগ আছে। সেই সুযোগের কথা বারবার বলার চেষ্টা করছি। এ সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি।

সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে এসব কথা বলে তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্বপ্নের ও সাধের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে। টিমওয়ার্ক জরুরি এবং দেশে যতগুলো টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীর করণীয় প্রসঙ্গে তিনি আরও বলেন, অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই। নতুনের জন্য আমরা প্রস্তুত করে দেখাব। এটা মুখে বলার দরকার নেই। কাজে বলব, যে হ্যাঁ এ হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই বাহবা দেবে যে হ্যাঁ, এ একটা কাজ এবং আশপাশের যারা আছে, তারা বলবে যে ভাই, আপনারা একটা কাজ দেখালেন। এটা আমরা চিন্তা করি নাই, পুলিশের হাত দিয়ে এ কাজ হতে পারে। পুলিশের মাথায় চিন্তা আসতে পারে। কারণ, পুলিশ সম্পর্কে ইমেজ হলো যে তারা খারাপটাই আগে দেয়। খারাপটা আগে করে। আমরা ভালোটা আগে দেখব, ভালোটা আগে করব।

সারাবাংলা/জিএস/এইচআই

অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর