Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলকর্মীরা কাজে যোগ না দেওয়ায় যেভাবে সুবিধা নিলেন যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১২:৫৭ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৫:০২

এখন স্বাভাবিক অবস্থা ফিরেছে মেট্রোরেল। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য লাঞ্ছিতের ঘটনায় মেট্রোরেল কর্মীরা সকাল থেকে কর্মবিরতি পালন করেন। এ সময় বন্ধ থাকে একক যাত্রার টিকিট বিক্রি। ফলে টিকিট ছাড়াই মেট্রোরেল ভ্রমণ করেন একক যাত্রার টিকিট প্রত্যাশীরা।

সোমবার (১৭ মার্চ) সকাল থেকে কর্মবিরতি পালনের আড়াই ঘণ্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে কাজে যোগ দেন কর্মীরা। ফলে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হওয়ায় স্বাভাবিক অবস্থা ফিরেছে মেট্রোরেলে।

বিজ্ঞাপন

বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রী রিপন শেখ ও সেলিনা আক্তারের কাছে জানতে চাইলে তারা বলেন, ‘সকালে এসে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে দেখি টিকিট দেওয়া বন্ধ। পরে জানলাম কর্মবিরতি চলছে। আমাদের তো যেতে হবে, দেখলাম ট্রেন চলছে। তাই বাধ্য হয়ে আমাদের যেতে হয়েছে।’

মেট্রোরেলের কর্মীরা জানান, তারা কাজে যোগ না দেওয়ায় মেট্রোরেলের একক যাত্রার টিকিট বিক্রি বন্ধ ছিল। ফলে একক যাত্রার যাত্রীরা বিনা টিকিটে মেট্রোরেলে যাতায়াতের সুযোগ পান। আর যাদের এমআরটি কার্ড আছে তারা কার্ড পাঞ্চ করে ঢুকেছেন।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘মেট্রোরেলের কর্মীরা আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

কর্মবিরতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর