Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে পা রাখলেন হামজা

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫ ১২:১৮ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৪:৪৫

সিলেট বিমানবন্দরে হামজা

তার অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ। হামজা চৌধুরী কখন বাংলাদেশে পৌঁছাবেন, সেদিকেই তাকিয়ে ছিল দেশের ফুটবল ভক্তরা। অবশেষে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সকাল ১১.৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি।

গত বছরের শেষভাগে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছিলেন ইংলিশ ফুটবলার হামজা। এরপর থেকেই ছিল তার দেশে ফেরার অপেক্ষা। আসন্ন এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে স্কোয়াডে আছেন হামজা। দলের সঙ্গে যোগ দেওয়ার আগে নিজ এলাকা সিলেটে যাবেন হামজা, শোনা যাচ্ছিল এমনটাই।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত গতকাল বাংলাদেশ সময় রাত ২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ম্যানচেষ্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন হামজা, সঙ্গে ছিল তার পুরো পরিবার। তার আগমনকে কেন্দ্র করে পুরো অঞ্চলে যেন সেজেছে নতুন রূপে। হামজাকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। বিমানবন্দরের বাইরে প্ল্যাকার্ড হাতে অপেক্ষা করছেন ভক্তরা, আছে উৎসুক জনতার ভিড়ও। হবিগঞ্জের পথে পথে লাগানো হয়েছে হামজার ছবিযুক্ত বিলবোর্ড।

বিমান থেকে নামার পর হামজাকে বরণ করে নেওয়া হয়। বিমানবন্দর থেকে সরাসরি নিজ জেলা হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে যাবেন হামজা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। এরপর আগামীকাল রাত ৮.৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা আসবেন হামজা।

ঢাকা এসে হামজা যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে অভিষেক হবে হামজার।

সারাবাংলা/এফএম

ফুটবল বাংলাদেশ সিলেট হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর