Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সহনশীল হলেই ঐক্যবদ্ধ বিএনপি গড়া সম্ভব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৫:৫২

নাটোরের সিংড়া উপজেলার ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল

নাটোর: নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন, বিএনপি নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ, আপনারা একে অপরের প্রতি সহনশীল হোন, সহনশীল হলেই ঐক্যবদ্ধ বিএনপি গড়া সম্ভব। আসুন রমজান মাসকে সামনে রেখে হিংসা-বিদ্বেষ বিভেদ ভুলে যাই। আগামী দিনে দলকে সুসংগঠিত করতে ঐক্য ও ভাতৃত্বের বিকল্প নাই।

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার জয়নগর-তাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাজপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব বলেন তিনি।

ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সবুর এর সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ পলাশ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বিদ্যুৎসহ আরও অনেকে।

সারাবাংলা/এনজে

ইফতার মাহফিল বিএনপি সিংড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর