Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্র সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৫:৫০ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:৩৯

বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, ‘আমরা আনন্দ করার মেজাজে নাই, তাই গত বিজয় দিবসে যেমন হয়নি এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না।’

রোববার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন তিনি।

নাসিমুল গনি বলেন, ‘রমজান চলছে, স্বাধীনতা দিবস ও ঈদের ছুটি-এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ২৬ মার্চ নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না আমি। গত ১৬ ডিসেম্বর কুচকাওয়াজ হয়নি, এই ২৬ মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না।’

কুচকাওয়াজ কেন হচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘নরমালি গতবার যেমন হয়নি এবারও হচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা ওয়ার মুডিংয়ে আছি, আনন্দ করার মেজাজে নাই।’

ঈদে ফাঁকা ঢাকায় বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। ইতোমধ্যেই দেখেছেন পুলিশ আগের থেকে শক্ত হয়েছে, আরও শক্ত হবে। ইনশাআল্লাহ আমরা কোনো হুমকি দেখছি না।’

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর